ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে পা দিয়ে বিশ্রামের সুযোগ পাননি সাকিব আল হাসান। অনুশীলনে নেমে পড়েছেন এই তারকা অলরাউন্ডার। চোট কাটিয়ে অনুশীলনে থাকলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। বুধবার জিম্বাবুয়েতে পৌঁছে বৃহস্পতিবারই অনুশীলন শুরু করল বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ শুরু একমাত্র টেস্ট দিয়ে। ৭ জুলাই থেকে শুরু একমাত্র টেস্ট। তার আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের প্রতিপক্ষ হিসেবে কারা সেটি এখনো জানা যায়নি। টাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়। বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
তার অঅগে দল করল হারারে স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন। প্রথম দিনের প্রস্তুতিতে খুশি বাংলাদেশের নির্বাচক আব্দুর রাজ্জাক। যিনি আছেন দলের সঙ্গে, ‘সুযোগ সুবিধার কথা যদি বলেন, কিছু ছাড় তো দিতেই হয়। সবকিছু মিলিয়ে ভালো। এবার আসলে খেলোয়াড় হিসেবে না, কর্মকর্তা হিসেবে এসেছি। তাই একটু ভিন্ন রকম লাগছে। তার আগে যতবারই এসেছি অনুশীলন করছি, কাজ করে চলে গিয়েছি। একটু তো পার্থক্য আছেই দুইটার মধ্যে।’
জিম্বাবুয়ে সফর করায় কন্ডিশন ভাবাচ্ছে আব্দুর রাজ্জাককে। তিনি বলছিলেন, ‘আমার মনে হয়, নিজেদের মাটিতে জিম্বাবুয়ে দল আমাদের জন্য বেশ কঠিন। বিশেষত কন্ডিশনের জন্য। কারণ এই কন্ডিশনটা আমাদের জন্য একেবারেই নতুন, আবার তারা এটায় অভ্যস্ত। যে কোনও খেলোয়াড়কে সব কন্ডিশনে খেলতে হবে, মানিয়ে নিতে হবে।’
Discussion about this post