ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে সোমবারই প্রথম অনুশীলনে নেমেছেন এনামুল হক বিজয়। কিন্তু চার মাস পর মাঠের অনুশীলনে ফিরে সব কঠিনই মনে হচ্ছে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে করোনা পরবর্তী যুগে তিনজন ক্রিকেটার শুরু করেছিলেন অনুশীলন। তবে সে সংখ্যা এখন বেড়েছে। তাই সোমবার সেখানে অনুশীলন শুরু করেন এনামুল। এরই এক ফাঁকে তিনি বলেছেন, ‘আজকে মিরপুরে অনুশীলন করতে পেরে খুবই ভালো লাগছে। প্রায় চার মাস পর এখানে অনুশীলন করার সুযোগ পেলাম। অনুশীলন করেছি, বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে। কারণ আমরা এতদিন ঘরে করেছি, আসলে মাঠের প্র্যাকটিস বিশেষ কিছু। কষ্ট হয়েছে অনেকদিন পরে তাই।’
করোনা বিরতি কাটিয়ে মাঠে ফেরা আনন্দ যোগালেও অনুশীলনে মানিয়ে নিতে কষ্ট হয়েছে সব ক্রিকেটারেরই মুশফিক-মিঠুন-ইমরুল-শফিউল-তাসকিনদের বেলায়ও হয়েছে এমন অভিজ্ঞতা। বিজয় আশাবাদী ঈদের পর পুরোদমে অনুশীলন শুরু হলে আস্তে আস্তে মানিয়ে নেবেন, ‘ঈদের আগে যতটুকু করতে পারি, তারপর তো নিয়মিত করতে থাকব। বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ করে দেয়ার জন্য। আশা করি এটা অব্যাহত থাকবে।’
গত ১৯ জুলাই মিরপুরে টাইগারদের একক অনুশীলন শুরু হয়েছিল। সূচির প্রথম ধাপের আট দিনের অনুশীলন শেষ হয়েছে রোববার। ক্রিকেটারদের আগ্রহ বিবেচনায় সময় আরও দুদিন বাড়িয়েছে বিসিবি। আগামীকাল শেষ হবে ঈদের আগের অনুশীলন।
Discussion about this post