ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু হতে আরো্ কিছুদিন বাকী। কিন্তু বসে থাকতে রাজী নন দলের সিনিয়র ক্রিকেটাররা। যুক্তরাস্ট্র থেকে ফিরেই ঘাম ঝরানো অনুশীলনে নেমে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহীম। শনিবার দু’জনকে দেখা গেল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
দু’জন এশিয়া কাপের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিলেন সবার আগে। ২৭ আগস্ট থেকে থেকে প্রস্তুতি শুরু হওয়ার কথা থাকলেও।ঈদের আগেই নিজেদের ব্যস্ত রাখতে শুরু করলেন।
মাশরাফি যুক্তরাস্ট্রে স্ত্রী-সন্তান নিয়ে বেড়ানো শেষে ফিরেছেন দেশে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হতেই স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যান যুক্তরাষ্ট্র। ১৪ আগস্ট দেশে ফিরেছেন তিনি।
একইভাবে ক্যারিবীয়দের সঙ্গে সিরিজ শেষে কয়েকটা দিন যুক্তরাস্ট্রে কাটিয়েছেন মুশফিক। ফ্লোরিডায় টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে দেশে ফেরেননি তিনি। তিনি স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে থেকে যান। সেখানে বেড়ানোর পর নির্ভার তিনি। তবে বাসায় বসে না থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে ছুটে এসেছেন শনিবার
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমির জিমনেশিয়ামে সময় কাটালেন মাশরাফি-মুশফিক। স্ট্রেচিং করেন তারা দু’জন।
Discussion about this post