শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক অনুশীলন পর্ব শুরু হয় নি টাইগারদের। কিন্তু পেশাদারি এই যুগে আয়েশে সময় কাটানোর সুযোগ কোথায়? তাইতো পরিশ্রম শুরু করে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহীম।দুজনই অধিনায়ক। একজন ওয়ানডে আর টি-টুয়েন্টির। অন্যজন টেস্টের। বৃহস্পতিবার দু’জনকেই দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
দুজনই অবশ্য ইনজুরির সঙ্গে লড়াই করে সেরে উঠার পথে। মাশরাফি হাতের চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেন নি! মুশফিক পুরোপুরি ফিট।ছুটি কাটিয়ে ঝরঝরে!
শুক্রবার থেকে শ্রীলংকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে অানুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প শুরু হবে টাইগারদের। তার আগে মুশি ব্যস্ত হয়ে পড়লেন। ঘাম ঝরালেন। অন্যদিকে মাশরাফি এহোম অব ক্রিকেটে রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন।কথা বলেন বিসিবি ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে। তারপর জিমে সময় কাটান তিনি।
শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠতে তৈরি মাশরাফি। এ জন্য নিয়ম মেনেই চলছেন। নিউজিল্যান্ড সফর থেকেই চোট নিয়ে ফিরেন টাইগার ক্যাপ্টেন।
Discussion about this post