ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্বায়িত্ব নিয়ে ভাল-মন্দ দুই অভিজ্ঞতাই হয়েছে স্টিভ রোডসের। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ব্যর্থ। তারপর অবশ্য ওয়ানডে আর টি-টুয়েন্টিতে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে দল। সেই সাফল্যের রেশ ধরে রেখেই এবার এশিয়া কাপেও ঝড় তুলতে চায় বাংলাদেশ। এজন্য অনুশীলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার দারুণ সিরিয়াস ছিলেন ক্রিকেটাররা। কোচ এক হাতে ক্যাচ নেয়ার কৌশলটা শেখালেন এদিন।
কোচের এমন কৌশলটা ভাল লেগেছে মেহেদি হাসান মিরাজের। মঙ্গলবার এশিয়া কাপ সামনে রেখে অনুশীলনের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দলের এই অলরাউন্ডার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আসলে কোচের সঙ্গে তেমন কাজ করার সুযোগ পাইনি। এখন তিনি আমাদের নিয়ে সময় কাটাচ্ছেন। যার যার সমস্যা নিয়ে আলাদা আলাদা সমাধান বের করে দিচ্ছেন। আমরা তার সাথে অনুশীলন বেশ উপভোগ করছি। এছাড়া সবাই অনেক সাহায্য করছে, খুব ভালো লাগছে।’
দ্বিতীয় দিনের অনুশীলন নিয়ে মিরাজ আরো বলেন, ‘আজ আমরা রানিং ও জিমের পাশাপাশি ফিল্ডিং করেছি। এক হাতে ক্যাচ ধরা নিয়েও আলাদা কাজ করা হয়েছে। অনুশীলনে কঠোর পরিশ্রম করলে ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। এক হাতে যদি সহজেই ক্যাচ ধরতে পারি তাহলে দুই ধরতে আর বেগ পেতে হয় না। সেটাই অনুশীলন করছিলাম। কঠিনগুলো অনুশীলন করা থাকলে মাঠে কাজটা সহজ হয়ে যায়।’
ব্যাপারটা কঠিন হলেও বেশ উপকার হচ্ছে বলেই মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার কথা, ‘অনুশীলন যতোটা কঠিন হবে ম্যাচে কাজটা তত সহজ হয়। তাই আমরা অনুশীলনটা কতো কঠিন করা যায় সেই চেষ্টা করছি। আমাদের সামনে তেমন বেশি সময় নেই। এখন যেটুকু সময় পাচ্ছি তাতে কঠিন পরিস্থিতি বানিয়ে অনুশীলন করছি।’
ফিল্ডিং নিয়ে এমন স্পেশাল অনুশীলন নিয়ে মিরাজ জানালেন, ‘দেখুন, ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ফিল্ডিং। যেকোন ম্যাচে ফিল্ডিং দিয়ে ২০-৩০ রান বাঁচানো গেলে ম্যাচের দৃশ্য পাল্টে যায়।’ আগামী ১৫ সেপ্টম্বর থেকে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। তার আগে এখন চলছে প্রস্তুতি।
Discussion about this post