নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন তাসকিন আহমেদ। আরও একটা ফ্রাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পেলেও খেলতে পারছেন না এই পেসার। কিন্তু প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ছাড়পত্র পেয়ে গেলেন এই দুই টাইগার ক্রিকেটার। এখন জিম আফ্রো টি-টেন লিগে ব্যস্ত তাসকিন আহমেদ। তাকে শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি লিগে খেলতে দিচ্ছে না বিসিবি। ‘ওয়ার্কলোড’ বিবেচনায় নিয়ে চোটপ্রবণ এই পেসারকে অনাপত্তিপত্র দিচ্ছে।
রোববার শুরু হতে যাওয়া এলপিএলে সুযোগ পেলেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে গল টাইটান্সে নাম যোগ দেন সাকিব আল হাসান। একই দলে পরে ড্রাফট থেকে সুযোগ পান মোহাম্মদ মিঠুন। দুজনই অনাপত্তিপত্র পেয়েছেন। এর শ্রীলঙ্কায় চলে গেছেন মিঠুন। সাকিব এখনখেলছেন কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে। ওই টুর্নামেন্টের খেলা শেষ করে তিনি যোগ খেলতে যাবেন গল টাইটান্সের হয়ে। শ্রীলঙ্কায় পুরো টুর্নামেন্ট খেলেই সাকিব ও মিঠুন ফিরবেন।
ডাম্বুলা অরা থেকে ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। মিরপুরে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার লিগে ক্রিকেটারদের ছাড়ার ব্যাপারে বিসিবির অবস্থান জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজন। তিনি বলেন, ‘অনাপত্তিপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিটি ক্রিকেটারের ওয়ার্কলোড এবং তাদের সাম্প্রতিক সময়ের খেলা ও ভবিষ্যতের খেলা- সব কিছু বিবেচনায় নিয়ে আমরা পরিকল্পনা করেছি। সেভাবেই ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে। লঙ্কা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনায় আছে। তার যে সাম্প্রতিক খেলা ছিল, ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা তার বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য ক্রিকেটারদের সবাইকে আমরা অনাপত্তিপত্র দিচ্ছি।’
এলপিএল চলবে ২১ আগষ্ট অব্দি। ফাইনাল ২০ তারিখ, পর দিন রিজার্ভ ডে।
Discussion about this post