নুন্যতম লড়াইটুকু করতে পারল না জিম্বাবুয়ে। তাদের উড়িয়ে দিয়ে চার দিনেই হারারে টেস্ট জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটে এক টেস্টের এই সিরিজ জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি পুনরুদ্ধার করল প্রোটিয়ারা।
আর দলকে এমন জয় এনে দিলেন অভিষেকেই চমক জাগানো ডানহাতি অফস্পিনার ড্যান পিট। ১ম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে ৪টি করে উইকেট নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ২৫৬/১০ (টেলর ৯৩, মাসাকাদজা ৪৫; স্টেইন ৫/৪৬, পিট ৪/৯০) ও ২য় ইনিংসে ১৮১/১০ (সিবান্দা ৪৫, মুতুমবামি ৪৩, পানিয়াঙ্গারা ২; পিট ৪/৬২, মরকেল ৩/১৫, স্টেইন ৩/৩৮)
দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংসে ৩৯৭/১০ (দু প্লেসি ৯৮, ডি কক ৮১; নিউম্বু ৫/১৫৭) ও ২য় ইনিংসে ৪৪/১ (এলগার ২১, পিটারসেন ১৭*, দু প্লেসি ৫*; চাতারা ১/৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
ম্যান অফ দ্য ম্যাচ: ড্যান পিট
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ১-০’তে জয়ী
Discussion about this post