ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই স্বস্তিতে নেই আল আমিন হোসেন। বুধবার দল জিতেছে তারপরও মুখে নেই হাসি। থাকবেই বা কী করে অপ্রত্যাশিত এক রেকর্ডের কলঙ্ক যোগ হলো তার ক্যারিয়ারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার তিক্ত রেকর্ড এখন সিলেট সিক্সার্সের এ পেস বোলারের।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্স জিতেছে ৫ রানে। আর এই ম্যাচে আল আমিন বল হাতে সুপার ফ্লপ। ৪ ওভারে দিলেন ৫৭ রান। এটিই বিপিএলে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।
বিপিএলে এর আগে এক ম্যাচে সবচেয়ে বেশি রান খরচের আগের তিক্ত রেকর্ড ছিল যৌথভাবে দিলশান মুনাবিরা ও কামরুল ইসলাম রাব্বির। সিলেট হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন মুনাবিরা। এরপর গত বিপিএলে ওই শ্রীলঙ্কানকে ছুঁয়ে ফেলেন রাব্বি। সিলেট সিক্সার্সের এই বোলার রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভারে দেন ৫৪ রান।
তারও আগে ২০১৬ বিপিএলে খুলনা টাইটানসের শফিউল ইসলাম রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৫৩ রান। চলতি বিপিএলে ঢাকা ডায়নামাইটসের আলাউদ্দিন বাবু রাজশাহী কিংসের বিপক্ষে ৩ ওভারে দেন ৫৩ রান।
Discussion about this post