ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মা হয়েও থামেন নি তিনি। ছেলে হওয়ার সময়টাতে প্রায় ৫২ সপ্তাহের বেশি কোর্টের বাইরে ছিলেন সানিয়া মির্জা। এরপর কোর্টে ফিরে গত বছরের জানুয়ারিতে প্রায় দু’বছর পর কোনও ডাবলস টুর্নামেন্টে জয় পান তিনি। টোকিও অলিম্পিকের জন্য ভারতের দলে আছেন এই গ্ল্যামার গার্ল।
টোকিও অলিম্পিকের হাত ধরে নতুন নজির গড়তে চলেছেন সানিয়া। প্রথম ভারতীয় নারী প্লেয়ার হিসেবে চতুর্থবার অলিম্পেকে অংশ নিতে যাচ্ছেন তিনি। ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। এই গেমসে প্রথম ম্যাচ খেলতে নামলেই প্রথম ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন সানিয়া।
তার আগে সানিয়া জানালেন নিজে প্রস্তুত। ক্রিকেটার শোয়েব মালিক পত্মী বলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি। আমার বয়স ৩০ পেরিয়ে গেলো। তার পরেও আমি খেলে চলেছি। কত দিন আর খেলব- সেই নিয়ে ভাবি না। আমি আসলে প্রতিটা দিন ধরে এগোই। ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে করে রাখি না আমি।’
সামনে উইম্বলডন ও অলিম্পিক। দু’টিতেই ভারতের হয়ে অংশ নেবেন সানিয়া। ছয়টি গ্রান্ডস্লামজয়ী সানিয়া বলেন, ‘কোর্টের ভিতরে তো অনুশীলন চলছেই। সেই সঙ্গে কোর্টের বাইরে শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের অনুশীলন করে চলেছি। অলিম্পিকে খেলাটা খুবই গর্বের। দেশকে প্রতিনিধিত্ব করি আমরা। টোকিয়ো অলিম্পিকে খেলতে নামলে সবচেয়ে বেশি অলিম্পিকে অংশ নেওয়া প্রথম নারী হব আমি।’
Discussion about this post