ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের মাঠে বল হাতে দারুণ সাফল্য তার। সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। এবার কিংবদন্তি সাকিব আল হাসানের কীর্তির সঙ্গে জড়িয়ে গেল তাইজুল ইসলামের নাম। বাঁহাতি এই স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তাইজুল নিয়েছেন ৪ উইকেট। তার পথ ধরে সাকিবের পর দেশের মাটিতে টেস্টে ১০০ উইকেট পেলেন তাইজুল। দেশের মাঠে তার ১০০তম শিকার ছিলেন জসুয়া ডি সিলভা।
বাংলাদেশের মাঠে ২১ টেস্টে ১০০ উইকেট তুলে নিয়েছেন তাইজুল। ইনিংসে ৫ উইকেট ৬ বার। ম্যাচে ১০ উইকেট একবার। ১২০ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তাইজুলের।
তারও আগে টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তাইজুল। তিনি ছাড়া টেস্টে ন্যুনতম ১০০ উইকেট ছিল মাত্র দু’জনের, মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় টেস্টে জশুয়া ডা সিলভাকে বোল্ড করে ঘরের মাটিতে নিজের ১০০তম উইকেট তুলে নেন তাইজুল। তারর দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ৯২ রানে আউট জশুয়া। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পেলেন না।
তাইজুলের সতীর্থ মেহেদি হাসান মিরাজ রয়েছেন একটি রেকর্ডের কাছাকাছি। আর একটি উইকেট পেলেই চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে তিনি নাম লেখাবেন টেস্টে ১০০ উইকেট ক্লাবে। বাংলাদেশিদের মধ্যে দ্রুততম রেকর্ড হবে এটি।
Discussion about this post