ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
শুধু সময়ের সেরা নন, তিনি যেন সর্বকালের অন্যতম সেরা তালিকায় নিজেকে নিয়ে যাচ্ছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো। অনন্য এক ফুটবলার। পর্তুগালের এ প্লেমেকার এবার উঠে আরেক আরেক সাফল্যের চূড়ায়। বুধবার রাশিয়া বিশ্বকাপে লুঝনিকি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে গোল করেন চতুর্থ মিনেটে। যা পর্তুগালের হয়ে তার ৮৫তম গোল। ইউরোপিয়ান কোন ফুটবলার আন্তর্জাতিক ম্যাচে এত বেশি গোল নেই। ৮৪ গোল নিয়ে এতোদিন ইউরোপিয়ানদের মধ্যে শীর্ষে ছিলেন হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস। সব মহাদেশ মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১০৯ গোলের রেকর্ড ইরানের আলী দাইয়ের।
এর আগে রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন রোনালদো। সেই ম্যাচেই টানা চার বিশ্বকাপে গোল করা পেলে, উই শিলার ও মিরোস্লাভ ক্লোসার পাশে নাম লেখান তিনি। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ডটাও হয়।
বুধবার আরেকটা রেকর্ড হয়েছে রোনালদোর। বিশ্বকাপে অধিনায়ক হিসাবে করেন ৬ গোল। এ রেকর্ডটা এতোদিন একাই ভোগ করছিলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন মহা তারকার রেকর্ড স্পর্শ করলেন রোনালদো। রাশিয়া বিশ্বকাপে রোনালদোর গোল এখন ৪টি।
৩৩ বছর বয়সী রোনালদোর এ রেকর্ডের ম্যাচে জয় নিয়ে মাঠে ছাড়ে পর্তুগাল। ১-০ গোলে জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখল দলটি।
Discussion about this post