ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আবারো অধিনায়কত্বের দরজা খুলে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের। আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে সাকিব আল হাসান। সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। দেশের মাঠে নেতৃত্বে দেখা যাবে রিয়াদকেই। কারণ সহসা ফেরা হচ্ছে না সাকিবের।
আর এই অলরাউন্ডারও দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। নিজেই জানিয়ে রাখলেন, ‘দেখুন, নেতৃত্ব সব সময়ই পছন্দ করি। কাজটা বেশ চ্যালেঞ্জিং। খুবই সম্মানের কাজ। এই চ্যালেঞ্জ নিতে উন্মুখ থাকি। যদি এ ধরনের সুযোগ আসে, আমি প্রস্তুত।’
তবে জিম্বাবুয়ের বিপক্ষে পুরো দলটা পাবেন না মাহমুদউল্লাহ। তামিম ইকবালের কবজি ভাঙা, মাশরাফির আঙুলের চোট, মুশফিকের পাজরের ব্যথা। আর ওয়েস্ট ইন্ডিজ সফরে মাহমুদউল্লাহ নিজেও পিঠে চোট পেয়েছেন।
এরমধ্যে মাশরাফি নেই টি-টুয়েন্টি আর টেস্টে। তবে বাস্তবতা মেনে নিয়ে তৈরি। জানালেন, ‘সত্যি বলতে কী চোট থাকবেই। এগুলো নিয়ে খেলতে হবে। খেলতে খেলতে হয়তো অবস্থা শোচনীয় হয়েছে। ব্যথাটা পাঁজরের দিকেও এসেছে। এই মুহূর্তে কিছুটা ভালো আছি আমি। কিছুদিনের বিশ্রামে রয়েছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই ফিরতে পারব।’
আগামী বছরই বিশ্বকাপ। মাহমদুউল্লাহ জানাচ্ছেন ঠিক পথেই আছে বাংলাদেশ দল। তিনি বলেন, দেখুন, আমাদের শতভাগ আত্মবিশ্বাস রয়েছে। ভালোভাবেই বিশ্বাস করি আমরা বিশ্বকাপও জিততে পারি। তবে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে আপনি কোনো নিশ্চয়তা দিতে পারেন না। আপনাকে ধাপে ধাপে এগোতে হবে, ম্যাচ ধরে ধরে এগোতে হবে। ক্রিকেটে আপনি প্রতিদিন শিখতে পারেন। আমরাও ভুল থেকে শিখছি প্রতিদিন!
Discussion about this post