ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম দল হিসেবে সবার আগে চলতি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবে দলটি রয়েছে বেশ নির্ভার। ঠিক সে সময় অবশ্য বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কিছুটা হলেও দুঃচিন্তায় ফেলেছেন শন মার্শ চোটের খবর দিয়ে।
গত পরশু ওল্ড ট্র্যাফোর্ডের নেটে অনুশীলেনর সময় প্যাট কামিন্সের বলে হাতে চোট পান মার্শ। দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায় যে, হাত ভেঙেছে তার। যে কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে মাঠে নামা তার পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। আর তাই বদলি হিসাবে অজিরা ডেকে নিয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে।
চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে ছিলেন না মার্শ। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি ম্যাচে মাঠে নেমে যতাক্রমে ২৩ ও ৩ রান করেন তিনি। প্রস্তুতি ম্যাচগুলিতেও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। সেদিক থেকে অস্ট্রেলিয়া-এ দলের হয়ে ইংল্যান্ড সফরের চারটি ম্যাচে দু’টি হাফসেঞ্চুরি করা হ্যান্ডসকম্ব এ মুহূর্তে ফর্মে রয়েছেন। তাই মার্শের বদলি হিসাবে হ্যান্ডসকম্বকে পেয়ে এক দিক দিয়ে ভালো হয়েছে অজিদের।
Discussion about this post