পরিস্থিতি জটিল হয়ে উঠছে! অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা বাড়ল। অজি টেস্ট দলে থাকা ক্রিকেটারদের নিজ নিজ রাজ্য দলে ফেরত পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া! ৫ অক্টোবর ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ম্যাটাডোর ওয়ানডে কাপের প্রথম রাউন্ডে মাঠে নামবে ছয় রাজ্য দল।
বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে যতোই আশ্বস্ত করা হোক, ক্রিকেট অস্ট্রেলিয়ার বরফ গলছে না। সবচেয়ে বড় কথা দেশটির কর্নধাররা ‘নিরাপত্তা ঝুঁকি’ ইস্যুতে আগের মতোই অটল।
গত সোমবারই দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা। কিন্তু শনিবার হঠাৎ পরিস্থিতি পাল্টে যায়। ঈদের পর দিন জানা যায়- ক্রিকেট অস্ট্রেলিয়া সফর পিছিয়ে দিয়েছে। এরপর তাদের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছে।
এরপর বাংলাদেশ সফরের পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি), ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে। কিন্তু সেই সভার সর্বশেষ জানা যায়নি।
সুচী অনুযায়ী ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। ১৭ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা। কিন্তু পরিস্থিতি জানাচ্ছে- এই সুচীতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নাও হতে পারে!
Discussion about this post