আরো একটা ম্যাচে অস্ট্রেলিয়ার আমন্ত্রিত নর্দান টেরিটরি একাদশকে উড়িয়ে দিল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) একাদশ। অপ্রতিরোধ্য হয়ে উঠা সফরকারীদের সামনে পাত্তাই পেল না স্বাগতিকরা। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে নর্দান টেরিটরিকে ১৪১ রানের বড় ব্যবধানে হারালেন এনামুল হক আর লিটন দাসরা। সব মিলিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল বিসিবি এইচপি দল। ৫-০ তে সিরিজ জিতল তারা।
মঙ্গলবার এইচপি একাদশ প্রথমে ব্যাট করতে নেমে করে ২৫৯ রান। জবাব দিতে নেমে বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১১৮ রানে অলআউট নর্দান টেরিটরি। দলটির হয়ে যা একটু লড়লেন জেরর্ড ফ্রিম্যান। তিনি করেন ২৯ রান।
বিসিবি এইচপির হয়ে বল হাতে সফল দুই পেসার সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু। দুজনই নেন তিনটি করে উইকেট। সাইফউদ্দিন ৪ ওভার বল করে ১৩ রান দেন। আর আবুল হাসান ৫ ওভার বল করে ২০ রান খরচ করেন। পেসার আবু জায়েদ রাহি ৫ ওভার বল করে ১৫ রানে তুলে নেন দু’টি উইকেট।
এর আগে এইচপির হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন জাতীয় দল থেকে বাদ পড়া এনামুল হক বিজয়। ৫৩ রান করেন তিনি। ইমতিয়াজ হোসেনের ৩৫ রানে ফিরে যান। আর আবু হায়দার রনি ৩৫ রানের দারুণ ইনিংস খেললে লড়াকু পুঁজি পায় দল।
ওয়ানডে সিরিজ শেষ। এবার দুই দলের মধ্যে একমাত্র তিন দিনের ম্যাচ। বৃহষ্পতিবার থেকে এই মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সেই ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি হাইপারফরম্যান্স একাদশ: ২৫৮/১০, ৪৮.৩ ওভার ( এনামুল ৫৩, তাসামুল ৪৬, ইরফান ৪৬, ইমতিয়াজ ৩৯, হায়দার ৩৫)
নর্দান টেরিটরি একাদশ: ১১৮/১০ ৩১ ওভার, (ফ্রিম্যান ২৯; সাইফউদ্দিন ১৩/৩, রাজু ২০/৩, রাহী ১৫/২)
ফল: এইচপি একাদশ ১৪১ রানে জয়ী।
সিরিজ: বাংলাদেশ ৫-০ ব্যবধানে জয়ী
Discussion about this post