এটা আসলে ফাফ ডু প্লেসিসের টুর্নামেন্ট। শনিবার ফাইনালেও থাকল সেই চমক। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ডু প্লেসিস করলেন তিন সেঞ্চুরি! এবার অবশ্য সেঞ্চুরি নয়, ৯৬ রান করলেন তিনি। তাতেই দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতে নিল। ফাইনালে ৬ উইকেটে অনায়াসেই তারা হারাল অস্ট্রেলিয়াকে।
হারারেতে ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। যদিও ৫০ ওভারে তারা সংগ্রহ করে মাত্র ২১৭ রান। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান আসে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। ডেল স্টেইন আগুন ঝরানো বোলিং করে তুলে নেন ৩৪ রানে ৪ উইকেট।
জবাব দিতে নেমে কোন চাপেই পড়েনি প্রোটিয়ারা। হাশিম আমলার ব্যাট থেকে আসে ৫১। ভিলিয়ার্স অপরাজিত ৫৭ রান। আর একটুর জন্য সেঞ্চুরি মিস ডু প্লেসিসের। তারপরও টুর্নামেন্ট সেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২১৭/৯ (৫০ ওভার) ফিঞ্চ ৫৪, মার্শ ২৭, ফকনার ৩৯, স্টার্ক ২৯*, স্টেইন ৪/৩৪, মরকেল ২/৫৮, পারনেল ২/৪০)।
দক্ষিণ আফ্রিকা : ২২১/৪ (৪০.৫ ওভার) আমলা ৫১, ডু প্লেসিস ৯৬, ডি ভিলিয়ার্স ৫৭*, স্মিথ ১/৯)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ডেল স্টেইন।
টুর্নামেন্ট সেরা : ফাফ ডু প্লেসিস।
Discussion about this post