অ্যারন ফিঞ্চের ১০২ এবং অধিনায়ক জর্জ বেইলির ব্যাটে ৬৬ রান। আর তাতেই হারারেতে বুধবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৭ রান তুলেছিল তারা। কিন্তু লাভ হল না।
দারুণ জবাব দিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (১৩৬*) এবং ফাফ ডু প্লেসিসের (১০৬) জোড়া সেঞ্চুরি শেষ করে দিল অজিদের সম্ভাবনা। ৩ উইকেট হারিয়েই ৪৬.৪ ওভারে সেই রান টপকে গেল প্রোটিয়রা। ৭ উইকেটের দুর্দান্ত জয়!
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩২৭/৭ (ফিঞ্চ ১০২, বেইলি ৬৬, হিউজ ৫১; মরকেল ২/৬৩, তাহির ২/৪৫, ম্যাকলরেন ২/৬৪)।
দ. আফ্রিকা : ৪৬.৪ ওভারে ৩২৮/৩ (ডি ভিলিয়ার্স ১৩৬*, ডু প্লেসিস ১০৬; স্টার্ক ২/৬২)।
ফল : দ. আফ্রিকা ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : এবি ডি ভিলিয়ার্স।
Discussion about this post