অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিলের পরই গুঞ্জন ডালপালা মেলেছে। নতুন চুক্তি হয়নি। তারই পথ ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) আপাতত তাদের ক্রিকেটারদের খেলার বাইরে রাখছেন। হুমকি আছে সমাধানে না আসলে বাংলাদেশ সফর এমন কী অ্যাশেজও বয়কট করবেন তারা। বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি বলে মনে করছে।
এর আগে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে অস্ট্রেলিয়া আসেনি বাংলাদেশে। এবার সেই জুজু কাটিয়ে উঠেছে তারা। তবে বেতন-ভাতা নিয়ে ঝামেলায় তৈরি হল নতুন শঙ্কা। কিন্তু বিসিবি আশাবাদী দুটি টেস্ট খেলতে আগষ্টে সফরে আসবে স্টিভেন স্মিথের দল। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে বলেন, ‘দেখুন আগস্টের মাঝামাঝি সময়ে তাদের সফরে আসার কথা। কারণেই এই বিষয়ে এখনই মন্তব্য ঠিক হবে না। সত্যি বলতে কী আমরা আশাবাদী। এ মাসে অস্ট্রেলিয়ান পর্যবেক্ষক দল আসবে। আশা করছি, ঠিক সময়েই আসবে অস্ট্রেলিয়া।’
এই সিরিজকে সামনে রেখে এরইমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। তবে ক্যাম্পে ডাক পাওয়াদের নিয়ে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে ১০ জুলাই থেকে। প্রস্তুতির কোন ঘাটতি রাখতে রাজী নয় টাইগাররা।
আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্মিথের দল। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলবে মিরপুর স্টেডিয়ামে ২৭ আগস্ট এবং দ্বিতীয় টেস্ট খেলবে ৪-৮ সেপ্টেম্বর চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে।
ক্যাম্পের জন্য ঘোষিত প্রাথমিক দল-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, এনামুল হক, আবুল হাসান, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানবীর হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম।
Discussion about this post