এবারের বিশ্বকাপের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচটা হয়ে গেল শনিবার। ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা সেটা প্রমান হয়ে গেল আরো একবার। শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে ছক্কা মেরে নিউজিল্যান্ডকে অবিশ্বাস্য ১ উইকেটের জয় এনে দিলেন কেন উইলিয়ামসন।
অকল্যান্ডের ইডেন পার্কে বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে শনিবার টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৩২.২ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। মিচেল স্টার্ক মাত্র ২৮ রানে ৬ উইকেট তুলে নেন।
ক্রিকেট বিশ্ব দেখল অসাধারন এক লড়াই!
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৩৩.২ ওভারে ১৫১/১০ (ফিঞ্চ ১৪, ওয়ার্নার ৩৪, ওয়াটসন ২৩, ক্লার্ক ১২, স্মিথ ৪, ম্যাক্সওয়েল ১, মার্শ ০, হ্যাডিন ৪৩, জনসন ১, স্ট্যার্ক ০, কামিন্স ৭*; বোল্ট ৫/২৭, ভেট্টোরি ২/৪১, সাউদি ২/৬৫, অ্যান্ডারসন ১/৬)
নিউজিল্যান্ড: ২৩.১ ওভারে ১৫২/৯ (গাপটিল ১১, ম্যাককালাম ৫০, উইলিয়ামসন ৪৫*, টেইলর ১, অ্যান্ডারসন ২৬, রনকি ৬, ভেটোরি ২; স্ট্যার্ক ৬/২৮, কামিন্স ২/৩৮, ম্যাক্সওয়েল ১/৭)
ফল: নিউজিল্যান্ড ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট।
Discussion about this post