স্বপ্নের ক্রিকেট খেলছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার মাঠে গড়ানো আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একের পর এক বিস্ময়ের জন্ম দিচ্ছে টাইগ্রেসরা। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে গড়েছিল ইতিহাস। পুরুষ ও মেয়েদের যেকোনো বিশ্বকাপে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আগের ম্যাচেই ইতিহাস গড়ে বাংলাদেশের মেয়েরা। সোমবার তাদের শিকার শ্রীলঙ্কা। বাংলাদেশের মেয়েরা জিতল ১৩ রানে।
দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমোরে পার্কে আগে ব্যাট করা বাংলাদেশ পেয়ে যায় বড় পুঁজি। আফিয়া প্রত্যাশা ও স্বর্না আক্তারের ফিফটিতে ২০ ওভারে ২ উইকেটে তুলে ১৬৫ রান। প্রত্যাশা ৪৩ বলে ৫৩ করলেও ২৮ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন স্বর্না। দিলারা আক্তার অপরাজিত ছিলেন ২৭ বলে ৩৬ রানে। এরপর রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে শ্রীলঙ্কা।
আফিয়া প্রত্যাশা-স্বর্ণা আক্তার ব্যাট হাতে দারুণ লড়লেন। এরপর বোলাররা শ্রীলঙ্কাকে অলআউট করতে না পারলেও লক্ষ্যে পৌঁছানোর আগেই থামিয়ে দিয়েছে। দিশা বিশ্বাসের দল এই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে।
এবার গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ বুধবার। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৬৫/২ (প্রত্যাশা ৫৩, মিষ্টি ১৪, দিলারা ৩৬, স্বর্ণা ৫০; শাইনি ৪-০-৪১-০, নেত্রাঞ্জলি ৪-০-৩০-১, সেভান্দি ২-০-২৬-০, ভিদুশিকা ৪-০-২০-০, ভিহাঙ্গা ৪-০-২৮-০, দিসানায়েকে ২-০-২০-০)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৫৫/৪ (সেনারাত্না ০, নিসানসালা ৩, গুনারাত্নে ৬০, ভিহাঙ্গা ৫৫, নানায়াকারা ৪, দিসানায়েকে ১২; মারুফা ৪-০-১৯-২, দিশা ৪-০-৪৪-১, দিপা ৪-০-১৬-০, রিয়া ৩-০-৩৪-০, রাবেয়া ৩-০-১৫-০, মিষ্টি ১-০-৩-০, স্বর্ণা ১-০-১০-০)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১০ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: আফিয়া প্রত্যাশা।
Discussion about this post