বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সিরিজ শেষ হওয়ার পর দলটি ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি চারদিনের ম্যাচ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
মাহিদুল ইসলাম অঙ্কন অধিনায়কত্ব করবেন। স্কোয়াডে আছেন নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, হাসান মাহমুদ, ইফতেখার হোসেন ইফতি, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, হাসান মুরাদ ও আনামুল হক। তবে নূরুল হাসান, সোহান এবং এনামুল হক বিজয়কে জায়গা দেওয়া হয়নি।
স্কোয়াড নির্বাচনের মূল উদ্দেশ্য হলো জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। জাতীয় দলের কয়েকজন সদস্য হাসান মাহমুদ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান ও অঙ্কনও স্কোয়াডে থাকবেন।
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা ব্যাটাররাও সুযোগ পেয়েছেন। বিশেষ করে ইফতেখার ইফতি ও অমিত হাসান সাম্প্রতিক সময়ে এনসিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ২৮ আগস্ট ডারউইনে এই একমাত্র চারদিনের ম্যাচ শুরু হবে।
Discussion about this post