নবম বিপিএল শুরু হচ্ছে শুক্রবার। হাতে সময় একেবারেই নেই। মাত্র তিনদিন। অনুশীলনে ব্যস্ত দলগুলো। এবারের আসরের ছয় মাস আগে নিশ্চিত করা হয় টুর্নামেন্ট শুরুর সূচি। কিন্তু ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছাড়াই খেলা গড়াবে মাঠে।
সন্দেহ নেই অনেকটাই অগোছালোভাবে শুরু হচ্ছে বিপিএল। তার মধ্যেই মঙ্গলবার শেরেবাংলায় অনুশীলনে দেখা যায় খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের ক্রিকেটাররা। কিন্তু অনুশীলনে এসেছেন কেউ জাতীয় দলের অনুশীলন জার্সি গায়ে। কেউ অনুশীলন করেন বিসিএলের জার্সিতে।
এনিয়ে খুলনার হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এটা মনে হয় ফ্র্যাঞ্চাইজিদের আরও একটু সক্রিয় হওয়া উচিত। এখানে তাদের একটু গাফিলতি থেকেই যাচ্ছে। জিনিসটা অনেক দৃষ্টিকটু। অনেক দল জার্সি দিয়ে দিয়েছে। আর যেটা আমাদের বাংলাদেশের নিয়ম, খেলার আগে সব ঠিক হয়ে যাবে।’
শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি এই লিগ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে নবম আসরের লড়াই। ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রথম পর্ব। এই পর্বের আট ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হবে ৪ জানুয়ারি বুধবার।
নবম আসর বিপিএলকে সামনে রেখে আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠে বসে খেলা দেখার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে। টিকিটের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা। সর্বনিম্ন মূল্য ২০০ টাকা।
শুক্রবার ৬ জানুয়ারি উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সারর্স। সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।
Discussion about this post