অবশেষে ক্রীড়াঙ্গনে স্বস্তির খবর। এ বছরই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ সিলেটে বোর্ড সভায় এনিয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। ঘণ্টাখানেক ধরে চলা সভায় মূলত বিসিবির নির্বাচন এবং দেশের ক্রিকেট উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম। সংবাদ সম্মেলনে তিনি জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। ভোটের দিনক্ষণ নির্ধারণ করবেন তিন সদস্যের নির্বাচন কমিশন, যেটি গঠন করবেন বোর্ড সভাপতি। দুই-তিন দিনের মধ্যে কমিশন গঠিত হবে এবং এরপর আনুষ্ঠানিকভাবে ভোটের দিন ঘোষণা করা হবে।
সভায় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আইসিসির সাবেক খ্যাতনামা আম্পায়ার সাইমন টফেলকে দুই বছরের চুক্তিতে যুক্ত করা হবে। তিনি থাকবেন ম্যাচ রেফারি, আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের ট্রেনিং–গ্রেডিং এবং টেকনিক্যাল কোর্স পরিচালনার দায়িত্বে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বিপিএলের আয়োজক প্রতিষ্ঠান হিসেবে আইএমজি নিয়োগ। বোর্ড আশা করছে, আইএমজির আন্তর্জাতিক অভিজ্ঞতায় বিপিএলের মান উন্নত হবে এবং টুর্নামেন্ট আবারও আন্তর্জাতিক মানে পৌঁছাবে।
বিসিবি দেশের ক্রিকেটের কোচিং মান উন্নয়নের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে। জুনিয়র থেকে এলিট কোচদের নিয়ে আয়োজন করা হবে তিন দিনের ব্যাটিং বিশেষজ্ঞ ক্যাম্প, যা দেশের প্রথম আন্তর্জাতিক মানের স্কিল প্রোগ্রাম হবে। সেপ্টেম্বরেই দীর্ঘ ১৬ বছর পর চালু হচ্ছে লেভেল-থ্রি কোচিং কোর্স। এবার এটি সম্পূর্ণ বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবেন অস্ট্রেলীয় প্রশিক্ষক।
সভায় সিদ্ধান্ত হয়েছে, বিপিএল সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করার জন্য চার সদস্যের নতুন কমিটি গঠন করা হবে। আগের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনি কাঠামোর আলোকে বিসিবির করণীয় সুপারিশ করবে এই কমিটি।
Discussion about this post