এশিয়া কাপকে সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে শুধু খেলার জন্য নয়, এবার শিরোপার স্বপ্ন নিয়েই সংযুক্ত আরব আমিরাতের পথে পা বাড়িয়েছে টাইগাররা। দলের অন্যতম ক্রিকেটার জাকের আলি অনিক সেই আত্মবিশ্বাস স্পষ্ট করে জানালেন, বাংলাদেশ শুধু অংশ নিতে নয়, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে।
আজ দেশ ছাড়ার আগে দৃঢ় কণ্ঠে জাকের বলেন, দলের প্রস্তুতি এবার অনেক ভালো হয়েছে। প্রতিটি ম্যাচকে আলাদা গুরুত্ব দিয়ে খেলার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি বলেন, “অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে ধাপে ধাপে ভালো খেলার লক্ষ্য থাকবে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।”
এই উচ্চাকাঙ্ক্ষার পেছনে আছে দলের ইতিবাচক মানসিকতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা। জাকের বলেন, ‘আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ওইরকম মাইন্ডসেট নিয়েই যাচ্ছি। ইনশা-আল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।’
প্রস্তুতির অংশ হিসেবে বিশেষভাবে প্রশংসিত হচ্ছেন ব্যাটিং কোচ জুলিয়ান উড। তার তত্ত্বাবধানে নতুন কৌশল শিখেছে দল। জাকের আলি বিশ্বাস করেন, এগুলো টুর্নামেন্টে বড় পার্থক্য গড়ে দেবে, ‘জুলিয়ান উড আমাদের নিয়ে দারুণ কাজ করেছে। নতুন দক্ষতা শিখিয়েছে, নতুন ব্যাট ব্যবহার করার কৌশলও এনেছে। এগুলো আমাদের কাজে দেবে, ইনশা-আল্লাহ ভালো সময় কাটবে।’
Discussion about this post