তিনি ভারতকে তিনি যে খুব বেশি পছন্দ করেন না, এটা সবাই জানে। তাই বলে এমন সময় এই কথা কেন? পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে চাইছে তখন মুখ খুলতে হবে জাভেদ মিয়াঁদাদকে?
ফের ভারত-বিরোধী মন্তব্য শোনা গেল পাকিস্তানের সাবেক অধিনায়কের জবানীতে। বললেন, ‘ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে ভারত এটা কী ধরনের আচরণ করে যাচ্ছে? দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে যে সমস্যা তার জন্য সব সময়ই দায়ী ভারত। তারা যা বলবে, সেটাই যেন সবাইকে শুনতে হবে৷। ওরা সবাইকে ছোট করতে চায়, ব্যাাপারটা দুঃখজনক।’
এটা ঠিক ভারতের গরিমসিতেই হচ্ছে না ক্রিকেটের সেরা দ্বৈরথ পাক-ভারত সিরিজ। কবে হবে তারও কোন লক্ষণ নেই!
Discussion about this post