তার নাম দেব প্যাটেল। ক্রিকেট বিশ্বে এই নামটি অচেনা। অবশ্য এখন যে শুধুই আলো ছড়ানোর সময়। এইতো গত শনিবার রীতিমতো এক রেকর্ডই ছুঁয়ে ফেলল এই কিশোর। মুম্বাইয়ের হ্যারিস শিল্ড স্কুল ক্রিকেটে ১০ উইকেট নিলেন। যে কীনা স্পিনার রবিচন্দন অশ্বিনের ভক্ত।
ইতিহাস জানাচ্ছে শীর্ষস্থানীয় স্কুল ক্রিকেট, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে একাই ইনিংসে ১০ উইকেট নেয়ার নজির হাতে গোনা। টেস্ট ক্রিকেটে প্রথমবার এই কীর্তি গড়েন ১৯৫৬ সালে ইংল্যান্ডের জিম লেকার। অ্যাশেজে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একাই নেন সবকটি উইকেট। ১৯৯৯ সালে ভারতের অনিল কুম্বলে পাকিস্তানের বিপক্ষে সেই একই কীর্তি গড়েন। তুলে নেন ১০ উইকেট!
দেব প্যাটেল এবার ভারতের স্কুল ক্রিকেটে নিলেন ১০ উইকেট। ১৫ বছর বয়সী এই স্পিনার রীতিমতো চমকে দিলেন। জামনবাই নারসি হাইস্কুলের এই অফস্পিনার বিদ্যালয়ের ছেলেদের সবগুলো উইকেট একাই তুলে নেন।
মজার ব্যাপার হল মাত্র ৯ রান খরচায় নেন ১০ উইকেট। প্রতিপক্ষ আউট হয় ২৯ রানে।
Discussion about this post