ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হল শনিবার। এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট খেলবে টিম টাইগার্স। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীরা মুখোমুখি হবে আগামী ২৯ এপ্রিল।
শনিবার মিরপুরে বিসিসির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘মোটামুটি চূড়ান্ত যে আমরা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসে আমরা চলে যাব। ভেন্যু ও সূচি ওরাই চূড়ান্ত করবে। আমরা জানি যে একই ভেন্যুতে দুইটা টেস্টই খেলব, ভেন্যুটা ওরাই জানাবে।’
এখন শ্রীলঙ্কা-বাংলাদেশ দলের দুই ম্যাচ টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে বিসিবি সূত্র থেকে জানা গেছে টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২১ এপ্রিল। দ্বিতীয়টি ২৯ এপ্রিল। তবে এ বিষয়টিও চূড়ান্ত কিছু জানাননি আকরাম। জানিয়েছেন লঙ্কান বর্ডের সঙ্গে তাদের আলোচনা চলমান, ‘এখনো পর্যন্ত বিষয়টি এ পর্যায়ে আছে। কিন্তু যেহেতু আয়োজক দেশ তারা, সেহেতু বিষয়টি তারাই চূড়ান্ত করবে।’
এরআগে শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। পরে অক্টোবরে আবার সিরিজটি আয়োজনের চেষ্টা করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সেময় অবশ্য লঙ্কানদের কড়া কোয়ারেন্টিনের কারণে টাইগাররা সফরে যেতে রাজি হয়নি। তবে এবার সব সমস্যার সমাধান হয়েছে। যে কানণে আগামী এপ্রিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট দল আপাতত রয়েছে নিউজিল্যান্ড সফরে। সেখান থেকে টাইগাররা ফিরবে আগামী মাসের শুরুর দিকে। এরপরই লঙ্কা সফরের জন্য দুই সপ্তাহের মতো প্রস্তুতির সময় পাবেন তামিম ইকবালরা।
Discussion about this post