এইতো ১৩ জুন ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। ১৫, ১৭ ও ১৯ জুন হবে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের ৩ ম্যাচের সবই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এই সিরিজের তিনটি ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন। টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকাস্থ পাঁচটি ব্রাঞ্চে। ব্রাঞ্চগুলো হল, বিজয়নগর, ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরা ও মিরপুর। মিরপুর ব্রাঞ্চ ছাড়া বাকি চারটি ব্রাঞ্চ থেকে ইউক্যাশ গ্রাহকরা টিকিট কিনতে পারবেন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বনিম্ন টিকেটের দাম ১০০ টাকা। হসপিটালিটি বক্সের প্রতিটির টিকেটের দাম ৫ হাজার টাকা। ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড দেড় হাজার টাকা, আন্তর্জাতিক গ্যালারি পাঁচশ’ টাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড তিনশ’ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি দেড়শ’ টাকা ও পূর্ব গ্যালারির টিকেট একশ’ টাকা রাখা হয়েছে।
Discussion about this post