অনেক প্রতীক্ষার পর অবশেষে জয়। বিশ্বকাপের মাঠে বাংলাদেশের মেয়েরা জিততে ভুলেই গিয়েছিল। সময়ের হিসাবে ১০ বছর পর আর ম্যাচের হিসাবে ১৬ এবং মেয়েদের ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর জিতল টাইগ্রেসরা। বৃহস্পতিবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারাল নিগার সুলতানার বাংলাদেশ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভারে করে ৭ উইকেটে ১১৯ রান। জবাব দিতে নেমে স্কটল্যান্ড আটকে যায় ১০৩ রানে।
এই ম্যাচটা মনে থাকবে নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে একশ টি-টোয়েন্টি পূর্ণ করেন তিনি। আবার নাহিদা আক্তারও স্মরণীয় করে রাখলেন ম্যাচটি। এক উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেট পূর্ণ করেন নাহিদা। ফাহিমা খাতুন ৫০ উইকেট পূর্ণ করেন। ৪ ওভারে ১৫ রানে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা রিতু মনি।
ম্যাচে ব্যাট হাতে লড়েন সাথি। করেন ২৯ রান। সোবহানা খেলেন দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। ৫ অক্টোবর এই লড়াই শারজার মাঠেই। ‘বি’ গ্রুপে জ্যোতিদের অন্য দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১১৯/৭ (সাথি ২৯, মুর্শিদা ১২, সোবহানা ৩৬, নিগার ১৮, স্বর্ণা ৫, রিতু ৫, ফাহিমা ১০*, রাবেয়া ১*; স্ল্যাটার ২-০-১৩-০, ক্যাথরিন ব্রাইস ৪-০-২৩-১, বেল ৪-০-২৩-১, আবতাহা ৪-০-২৪-০, ফ্রেজার ৪-০-২৩-১, হর্লি ২-০-১৩-৩)।
স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৩/৭ (হর্লি ৮, সারাহ ব্রাইস ৪৯*, ক্যাথরিন ব্রাইস ১১, লিস্টার ১১, প্রিয়ানাজ ৫, কার্টার ২, জ্যাক-ব্রাউন ৯, ফ্রেজার ২, আবতাহা ২*; মারুফা ৩-০-১৭-১, নাহিদা ৪-০-১৯-১, ফাহিমা ৪-০-২১-১, রাবেয়া ৪-০-২০-১, রিতু মনি ৪-০-১৫-২, স্বর্ণা ১-০-১০-০)।
ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: রিতু মনি।
Discussion about this post