ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে চমক দেখাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। সাফল্যের তুঙ্গে আছেন এই পেসার। এবার তিনি গড়লেন নতুন কীর্তি। করেছেন হ্যাটট্রিক। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নাজেহাল।
কিংস্টন টেস্টে উইন্ডিজের বিপক্ষে শনিবার দ্বিতীয় দিনে টানা তিন বলে তুলে নেন ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস ও রোস্টন চেইসের উইকেট। এর আগে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে হ্যাটট্রিক পেয়েছেন দুই বোলার। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতায় হ্যাটট্রিক করেন অফ স্পিনার হরভজন সিং। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে করাচিতে হ্যাটট্রিক করেন পেসার ইরফান পাঠান।
দুর্দান্ত ফর্মে আছেন বুমরাহ। ক্যারিবীয়দের বিপক্ষে অ্যান্টিগায় ৭ রানে ৫ উইকেট নিয়ে দেশের হয়ে সবচেয়ে কম রানে ৫ উইকেটের রেকর্ড গড়েন বুমরাহ। এবার পেলেন হ্যাটট্রিক।
টানা দ্বিতীয় টেস্টে পূরণ করেন ৫ উইকেট। তার তোপে ৭ উইকেটে ৮৭ রানে দিন শেষ করে উইন্ডিজ। বুমরাহর বোলিং ফিগারটা এমন- ৯.১-৩-১৬-৬! যদিও এই দিনেই তার বোলিং অ্যাকশন নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এনিয়ে চিন্তিত নন বুমরাহ।
Discussion about this post