ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছুতেই পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও হারল মুশফিকুর রহীমের দল। ড্যারেন ব্র্যাভো আর দিনেশ রামদিনের সেঞ্চুরিতে ম্যাচ জিতল উইন্ডিজ।
৯১ রানের অনায়াস জয় দিয়ে স্বাগতিকরা হোয়াইটওয়াশ করল বাংলাদেশকে। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে প্রথমেই ব্যাট করতে নামে স্বাগতিকরা। অবশ্য শুরুটা তেমন ভাল ছিলনা তাদের। ১২ রান তুলতেই ২ উইকেট শেষ। কিন্তু এরপরই ঘুরে দাড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
লেন্ডল সিমন্সের পর দ্রুত ফিরে যান ক্রিস গেইল। অবশ্য ঘুরে দাড়ানোর সুযোগটা করে দিয়েছেন মুশফিকুর রহীম। খেলার দশম ওভারে আব্দুর রাজ্জাকের বলে ড্যারেন ব্র্যাভোকে স্ট্যাম্পিংয়ের সহজতম সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক মুশফিক। এরপরই ২৫৮ রানের জুটি গড়েন রামদিন ও ব্র্যাভো। ওয়ানডে ক্রিকেটে এটি তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তারা ভেঙ্গে দেন তৃতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। গত বছর জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ২৩৮ রান করেন তারা। এটিই ছিল রেকর্ড। এবার নতুন রেকর্ডের জন্ম দিলেন ব্র্যাভো-রামদিন।
আর উইন্ডিজের যে কোন উইকেট জুটিতে সর্বোচ্চ রান। শেষ পর্যন্ত ১২৪ রান করেন ড্যারেন ব্র্যাভো। খেলেন ১২৭ বল। আর রামদিন করেন ১৬৯ রান। খেলেন ১২১ বল। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
৫৯ রানে ৪ উইকেট নেন ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া আল আমিন।
জবাব দিতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২৪৭ রান।
তামিম ইকবাল এবং মুশফিকুর রহীম অবশ্য কিছুটা সময় লড়েছিলেন। ৬২ বল খেলে তামিম করেন ৫৫ রান। আন্তর্জাতিক ম্যাচে ১৮ ইনিংস পর হাফসেঞ্চুরি পেলেন তিনি। আর মুশফিক করেন ৭২ রান।
২৯ রানে ৪ উইকেট নেন রবি রামপল।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩৮/৭ (ড্যারেন ব্র্যাভো ১২৪, রামদিন ১৬৯; আল-আমিন ৪/৫৯)
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৭/৮ (তামিম ৫৫, মুশফিক ৭২; রামপল ৪/২৯)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে জয়ী
ম্যাচসেরা: দিনেশ রামদিন
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ৩-০’তে জয়ী
সিরিজসেরা: দিনেশ রামদিন
Discussion about this post