চোখে ছিল ফাইনালে খেলার স্বপ্ন। দেশ ছাড়ার আগে তেমন কথাই শুনিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না। নারী এশিয়া কাপ টি-টুয়েন্টিতে চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল টাইগ্রেসরা। ভারত, পাকিস্তানের পর আরেক ফেভারিট শ্রীলঙ্কার কাছেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারীরা।
শনিবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর তাতেই চতুর্থ থেকে মিশন শেষ হল।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৯৩ রান তুলে টাইগ্রেসরা। শারমিন সুলতানা ৩৮ বলে দুটি চারে ২৫ রান করেন। সঙ্গে সানজিদা ইসলাম ৪৯ বলে তিনটি চারে ৩৫ রান করেন।
শ্রীলঙ্কার আতাপাত্তু ২৪ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেন ১ ওভার বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কার মেয়েরা। ৭ রানে দুই উইকেট নেন রুমানা।
ভারতের কাছে ৬৪ রানে হারে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হয়েছিল। স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে প্রথম জয় পায় দল। এরপর নেপালকে ৯২ রানে হারিয়ে উচ্ছাসে ভাসে টাইগ্রেসরা।
Discussion about this post