সময়টা ভাল যাচ্ছিল না মোহাম্মদ হাফিজের। সর্বশেষ ৮ ওয়ানডেতে টানা ব্যর্থ। মনে হচ্ছিল এবার বুঝি বাদ পড়ছেন জাতীয় দল থেকে। কিন্তু সময় মতো ঠিকই ঝলসে উঠল তার ব্যাট। হাফিজের সেঞ্চুরিতে শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১১ রানে হারাল পাকিস্তান।
ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। আর দল ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে তুলে ৩২২ রান। হাফিজ করেন ১২৯ বলে ১২২ রান। তার ইনিংসে ছিল ৭ চার ও ৪ ছক্কা। অন্যদিকে
৬১ বলে ৬১ রান করেন শারজিল। মাকসুদ ৬৮ বলে করেন ৭৩ রান। আর আফ্রিদি ১২ বলে খেলেন ৩৪ রানের ঝড়ো ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শারজার ব্যাটিং স্বর্গে কম যায়নি শ্রীলঙ্কা। ৩১১ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৬৪ রান করেন কুশল পেরেরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুক্রবার, দুবাইয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ৩২২/৫ (শারজিল ৬১, হাফিজ ১২২, মাকসুদ ৭৩, আফ্রিদি ৩৪; লাকমল ২/৭৩)
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ৩১১/১০ (কুশল ৬৪, দিলশান ৩০, সাঙ্গাকারা ২৩, চান্দিমাল ৪৬, ম্যাথিউস ৩১, প্রসন্ন ৪২, সেনানায়েকে ৪২; জুনায়েদ ৩/৪৪, আফ্রিদি ২/৩০)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ হাফিজ
http://youtu.be/wL-4yBSXWZk
Discussion about this post