হতাশার একদিন! ঠিক তাই, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। ভারতীয় বোলারদের সামনে একেবারে অসহায় বাংলাদেশ ক্রিকেট দল। শেষ বিকেলে লোয়ার অর্ডার দৃঢ়তা না দেখালে অলআউটই হতে যাচ্ছিল সাকিব আল হাসানের দল। দিনের খেলা মেষ হতেই যেন হাফ ছেড়ে বাঁচলেন ইবাদত হোসেন। রবিচন্দ্রন অশ্বিনের করা দিনের শেষ বলে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। মেহেদী হাসান মিরাজের ক্লান্ত। দিনভর বোলিংয়ের পর ব্যাট হাতে তিনি।
প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা শুধু উইকেটে আসা-যাওয়ার দায়টুকু সেরেছেন। তারমধ্যে মিরাজই একটু আত্মবিশ্বাস নিয়ে লড়াই করলেন। দিনের শেষ পর্যন্ত থেকেছেন অপরাজিত। তার একার লড়াইয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ১৩৩, দল হারাল ৮ উইকেট। মিরাজ ১৬ ও ইবাদত ১৩ রানে অপরাজিত।
এখনো চট্টগ্রাম টেস্টে ফলোঅন এড়াতে বাংলাদেশকে ৭২ রান করতে হবে। হাতে ২ উইকেট রেখে সেটি মিশন ইমপসিবলই।
কিছুটা লড়াই করতে পারা তাইজুল ইসলাম ফিরে যাওয়ার সময় দিনের বাকি ৯ ওভার। মনে হচ্ছিল দল বুঝি এদিনই ফলোঅনে পড়বে। এরপর প্রথম ইনিংস তৃতীয় দিনে নিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। ৪৪ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে দিন শেষ করেছে বাংলাদেশ।
৩৫ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রানে ব্যাট করন মিরাজ। তার সঙ্গী ৩১ রানের জুটিতে অবদান ১৩ রান। তার ২৭ বলের ইনিংস গড়া একটি করে ছক্কা ও চারে। পেসার মোহাম্মদ সিরাজ ১৪ রানে তিনি নেন ৩ উইকেট। স্পিনার কুলদিপ যাদব ৪ উইকেট নিয়েছেন ৩৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৭৮/৬) ১৩৩.৫ ওভারে ৪০৪ (শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদিপ ৪০, উমেশ ১৫, সিরাজ ৪; ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৪৬-১০-১৩৩-৩, মিরাজ ৩১.৫-৬-১১২-৪, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০) বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৩৩/৮ (শান্ত ০, জাকির ২০, ইয়াসির ৪, লিটন ২৪, মুশফিক ২৮, সাকিব ৩, সোহান ১৬, মিরাজ ১৬, তাইজুল ০, ইবাদত ১৩*; সিরাজ ৯-১-১৪-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, কুলদিপ ১০-৩-৩৩-৪, আকসার ৭-৩-১০-০)।
Discussion about this post