দুঃসংবাদ! পিঠের পুরনো ব্যথা সেরে উঠলেও নতুন চোটে কাবু মাশরাফি বিন মর্তুজা। বোলিং অনুশীলনের শুরুতেই বিপাকে পড়লেন এই তারকা ক্রিকেটার। কোমরের নিচে টান লেগেছে। এ কারণে বোলিং করতে পারছেন না। এর অর্থ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিকে এই পেসারকে পাবে না মিনিস্টার ঢাকা।
মঙ্গলবার মিরপুর একাডেমি মাঠে বোলিং অনুশীলনের সময় চোট পান মাশরাফি। একটি ডেলিভারিতে রান আপেই থেমে যান ব্যথা নিয়ে। এরপর তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করেন ঢাকা দলের ফিজিও এনামুল হক। ব্যথার কারণে এদিন আর বোলিং না করে ফিরে যান ম্যাশ।
বিপিএলের শুরুতে মাশরাফিকে পাওয়া নিয়ে তৈরি হলো শঙ্কা। ঢাকার ফিজিও এনামুল হক গণমাধ্যমে বলেন, ‘কোমরের পুরোনো ব্যথা থাকায় বোলিং করেননি মাশরাফি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তার খেলা না খেলা নির্ভর করছে ব্যথা মুক্ত হওয়ার ওপর, ফিট থাকার ওপর। এক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ব্যথামুক্ত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।’
এনামুল আরও বলেন, ‘আসলে নো বল বোঝার জন্য লং রানআপে বোলিংয়ের চেষ্টা করেছিলেন মাশরাফি। কিন্তু ব্যথা থাকায় শেষ পর্যন্ত আর পারেননি।’
এর আগে মাশরাফি ২০২০ সালের ১৮ ডিসেম্বর বল হাতে নামেন। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে খেলেন জেমকন খুলনার হয়ে। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটির পর আর প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি ক্রিকেটার থেকে সংসদ সদস্য বনে যাওয়া মাশরাফি।
Discussion about this post