সব নাটকীয়তা যেন জমা ছিল শেষ তিন ওভারের জন্য। জিততে ১৮ বলে ৪২ রান চাই ওয়েস্ট ইন্ডিজের। উইকেটে অধিনায়ক ড্যারেন স্যামি এবং ডোয়াইন ব্র্যাভো। ঠিক তখনই শুরু স্যামি ঝড়! তাতে পুড়ে ছাই অস্ট্রেলিয়া।
১৩ বলে অপরাজিত ৩৪ রান করলেন তিনি। সঙ্গে ব্রাভোর ব্যাটে ১২ বলে অপরাজিত ২৭। তাতেই ২ বল থাকতে অজিদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ তুলে নেয় ৬ উইকেটের দারুণ এক জয়। এবার আগে ভাগেই মাঠে শুরু হয়ে যায় ক্রিস গেইলের ‘গ্যাংনাম’ নাচ! ক্যারিবিয়দের এটাই সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জয়। ২০০৯ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই বিশ্বকাপে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।
এনিয়ে তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টানা দ্বিতীয় জয়। এটি অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয় হার।
শুক্রবার ছুটির দিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ রান করে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ২২ বলে ৪৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৮/৮ (ফিঞ্চ ১৬, ওয়ার্নার ২০, ম্যাক্সওয়েল ৪৫, বেইলি ১২, হজ ৩৫, ফকনার ১৩, হ্যাডিন ১৫**; নারাইন ২/১৯, স্যামুয়েলস ২/২০, বদ্রি ২/৩৭)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১৭৯/৪ (স্মিথ ১৭, গেইল ৫৩, সিমন্স ২৬, স্যামুয়েলস ১২, ব্রাভো ২৭*, স্যামি ৩৪*; স্টার্ক ২/৫০, বোলিঞ্জার ১/৩৪)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ড্যারেন স্যামি।
Discussion about this post