ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবিশ্বাস্য, বিস্ময়কর, নান্দনিক-না, কোন বিশেষণই বুঝি যথেষ্ট নয়! রীতিমতো ইতিহাস গড়া জয় বলে কথা। আর সেই জয়ের নায়ক বেন স্টোকস। হেডিংলিতে রোববার তিনি খেললেন টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস! স্বাগতিকদের ছুটির দিনে আনন্দে ভাসিয়ে অনেকটা একাই হারালেন অস্ট্রেলিয়াকে।
বেন স্টোকসের এই ইনিংস আর অবিশ্বাস্য শেষ উইকেট জুটিতে নিজেদের রান তাড়া করেই নতুন ইতিহাস গড়ে জিতল ইংল্যান্ড। তৃতীয় টেস্টে ১ উইকেটের নাটকীয় জয়ে অ্যাশেজে সমতা ফিরেছে। ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতা!
হেডিংলির ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। ক্যাচ মিসের সঙ্গে আম্পায়ারের বাজে সিদ্ধান্ত, কতো কী! তবে সবশেষে নায়ক একজনই-বেন স্টোকস। ১৩৫ রানের অপরাজিত ইনিংসটিকে বলা হচ্ছে সর্বকালের সেরা ইনিংসের একটি।
যেখানে এক হাতেই টেনে নিয়ে গেলেন দলকে। পাইয়ে দিলেন রুদ্ধশ্বাস জয়। জিততে শেষ জুটিতে ইংল্যান্ডের দরকার ছিল ৭৩ রান। এরপর ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দেন স্টোকস আর জ্যাক লিচ। শেষ জুটিতে স্টোকস করেন ৪৪ বলে ৭৪! মানে একাই টেনে নিলেন শেষ অব্দি!
ম্যাচটিতে জিততে শেষ ইনিংসে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল- ৩৫৯ রান। শেষ ইনিংসে এরচেয়ে বেশি রান করার রেকর্ড অবশ্য ছিল ইংল্যান্ডের। তবে সেই ম্যাচে জেতা হয়নি। ড্র হয়েছিল। এই প্রথম চতুর্থ ইনিংসে এতো বেশি রান তাড়া করে ম্যাচ জিতল ইংল্যান্ড। ৬৭ রানে প্রথম ইনিংসে অলআউট দলটাই কীনা বাজিমাত করল। ইতিহাস জানাচ্ছে-এই জয়ই ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ১৯২৮ সালে অ্যাশেজেই ৩৩২ রান তাড়ায় জয় ছিল ইংলিশদের আগের রেকর্ড।
১১ বাউন্ডারি ও ৮ ছক্কায় ২১৯ বলে বেন স্টোকস১৩৫। ম্যাচসেরা তিনি ছাড়া আবার কে?
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর, ভেন্যু ওল্ড ট্রাফোর্ডে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৭৯/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৭/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৪৬/১০
ইংল্যান্ড ২য় ইনিংস:(লক্ষ্য ৩৫৯, আগের দিন ১৫৬/৩) ১২৫.৪ ওভারে ৩৬২/৯ (রুট ৭৭, স্টোকস ১৩৫*, বেয়ারস্টো ৩৬, বাটলার ১, ওকস ১, আর্চার ১৫, ব্রড ০, লিচ ১*; কামিন্স ২৪.৪-৫-৮০-১, হেইজেলউড ৩১-১-৮৫-৪, লায়ন ৩৯-৫-১১৪-২, প্যাটিনসন ২৫-৯-৪৭-১, লাবুশেন ৬-০-১৬-০)।
ফল: ইংল্যান্ড ১ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিারজে ১-১ সমতা
ম্যাচসেরা: বেন স্টোকস
Discussion about this post