ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেকে ছাড়িয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেকে মেলে ধরলেন। বৃহস্পতিবার তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ম্যাচের ১৩৮তম ওভারে জোমেল ওয়ারিকানের প্রথম বলে বাউন্ডারি মারেন, পরের বলে নেন দুই রান। নার্ভাস ৯৯। তৃতীয় বলটি ঠেকিয়ে পরের বলে দুটি রান নিয়ে বাতাসে উড়লেন। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি উদযাপনন ছিল চোখে পড়ার মতো।
মিরাজ সেঞ্চুরি করেন ১৫৯ বলে ১৩ চারে। তার আগে টেস্টে তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৬৮। ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।
মিরেজের শতকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে রান পাহাড়ে। তুলল ৪৩০ রান। চট্টগ্রাম টেস্টে সন্দেহ নেই দাপট এখন টাইগারদের।
মিরাজ ছাড়াও হাফ সেঞ্চুরি করেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। সাকিব আউট ৬৮ রানে। সাদমান তুলেন ৫৯ রান।
বাংলাদেশের হয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আট নম্বর বা তার নিচে নেমে টেস্ট সেঞ্চুরি পেলেন মিরাজ। এর আগে মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, মাহমুদউল্লাহ রিয়াদ, আবুল হাসান রাজু ও সোহাগ গাজী দেখা পান টেস্টে তিন অঙ্কের। ২৩ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার মিরাজ অগ্রজদের পথে পা রাখলেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০.২ ওভারে ৪৩০/১০ (সাকিব ৬৮, লিটন ৩৮, মিরাজ ১০৩, তাইজুল ১৮, নাঈম ২৪, মুস্তাফিজ ৩; রোচ ২০-৫-৬০-১, গ্যাব্রিয়েল ২৬-৪-৬৯-১, কর্নওয়াল ৪২.২-৫-১১৪-২, মেয়ার্স ৭-২-১৬-০, ওয়ারিক্যান ৪৮-৮-১৩৩-৪, ব্র্যাথওয়েট ৪-০-১৩-০, বনার ৩-০-১৬-১)।
Mehidy Hasan’s superb century has pushed Bangladesh to 430 in the first innings!
How many will West Indies score in the final session?#BANvWI ➡️ https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/9ogYfurYOU
— ICC (@ICC) February 4, 2021
Discussion about this post