বাংলাদেশ সফরটা আজীবন মনে রাখবেন তিনি। কেননা, এখানেই যে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার নিল ওয়াগনার। চট্টগ্রামে প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি এ বাঁহাতি পেসার। ঢাকা টেস্টে সুযোগ পেয়েই বাজিমাত! উচ্ছসিত এই বোলার মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বলছিলেন, ‘আহ! এটা সত্যিই আমার জন্য দারুন এক মুহুর্ত। এমন পারফরম্যান্স সবসময়ই একজন বোলারের আÍবিশ্বাস বাড়ায়, আমারও বাড়িয়েছে। আসলে কঠোর পরিশ্রমেরই পুরস্কার পেয়েছি।’ তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ১ম ইনিংসে অলআউট হয় ২৮২ রানে।
মিরপুরে বৃষ্টি ভোগাচ্ছে। এনিয়ে ওয়াগনার বলছিলেন, ‘বৃষ্টি তো প্রায় একই সময়ে দ্বিতীয় দিনেও হানা দিয়েছে। সময়ও নষ্ট হয়েছে অনেকটা। তবে পিচ এখনও ভালো আছে। আশা করছি টেস্ট উপভোগ্য হবে।’
উইকেট নিয়ে এই কিউই পেসার বলছিলেন, ‘এমন উইকেটে ব্যাটসম্যানরা সাধারণত সামনের পায়ে এগিয়ে এসে খেলে। সেজন্য বোলারদের জোর দিতে হয় লেংথ ও বলের গতির হেরফেরের ওপর। ব্যাটসম্যানকে বোলিং বৈচিত্র্য দিয়ে ভড়কে দেওয়াই হল এমন উইকেটে বোলারদের প্রধান হাতিয়ার।’
সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখেই এখন এগিয়ে যেতে চান ওয়াগনার!
Discussion about this post