ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যে কোন ফরম্যাটের ক্রিকেটে দুর্দান্ত সাকিব আল হাসান। কিন্তু গেল ক্যারিয়ান লিগে (সিপিএল) এ তারকা নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। তবে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে ভালো করতে আশাবাদী তিনি। বাঁহাতি এ তারকা মনে করেন সিপিএলের অভিজ্ঞতা প্রতিবেশি দেশটির বিপক্ষে জ্বলে উঠতে সাহায্য করবে।
প্রথমবারের মতো আগামী মাসে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ। তার আগে সাকিব চেয়ে ছিলেন সিপিএলে নিজেকে মেলে ধরে প্রস্তুতি নিতে। কিন্তু তেমনটি হয়নি। যে কারণে কিছুটা নিজের ওপর নিজেই অসন্তুষ্ট এ বাঁহাতি। তাই মঙ্গলবার রাতে দেশে ফিরে সাংবাদিকদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বেলেছেন, নিজের পারফরম্যান্সে খুশি নয়।
সাকিব ভালো করতে না পারলেও তার দল বারবাডোজ ট্রাইডেন্টস ঠিকই হয়েছে সিপিএল চ্যাম্পিয়ন। এজন্য বাংলাদেশের সেরা অলরাউন্ডার কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের, ‘আমাদের দল শুরুর দিকে খুব একটা ভালো করতে পারেনি। যে কারণে অনেকেই ফাইনালে যাওয়ার আশায় করেনি। শেষ পর্যন্ত দলীয় পারফরম্যান্সেই কঠিন সময় পার করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’
এবারের সিপিএলে ৬ ম্যাচে ১৮.৫ গড়ে ১১১ রান ও ৪ উইকেট নিয়েছেন সাকিব। স্বাভাবিকভাবে এমন পারফরম্যান্সে খুশি নন তিনি, ‘দলগত নৈপূণ্যের কারণেই সিপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছি আমরা। তবে নিজের পারফরমেন্সে পুরোপুরি আমি খুশি না।’
সিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও সাকিব বলছেন এর প্রভাব পড়বে না ভারত সফরে, ‘সিপিএলে এবার ভালো করতে পারেনি। তবে ওখান থেকে পাওয়া অভিজ্ঞতা ক্যারিবিয়ান আসন্ন ভারত সফরে কাজে লাগবে।’
আগামী ৩ নভেম্বর দিল্লীতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের পূর্নাঙ্গ সিরিজের শুরুটা হবে। এরপর তিন ম্যাচের এ সিরিজের পরের দুটি ম্যাচ ৭ ও ১০ নভেম্বর রাজকোটে আর নাগপুরে। দুই দলের টেস্ট সিরিজ মাঠে গড়াবে ১৪ নভেম্বর। এরপর ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ খেলবে টিম টাইগার্স।
Discussion about this post