ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০ জানুয়ারি শুরু মাঠের লড়াই। এই ম্যাচ দিয়েই ফের করোনা পরবর্তী ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে টাইগাররা। তারচেয়েও বড় যেন হয়ে উঠেছে সাকিব আল হাসানের ফেরা। নিষেধাজ্ঞার এক বছর শেষে এই ম্যাচেই প্রত্যাবর্তন হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
ওয়েস্ট ইন্ডিজ দলও সাকিবকে শ্রদ্ধা করেই মাঠে নামবে। যেমনটা জানাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। বলছিলেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র।’
৫৬ টেস্টে ৩৮৬২ রান ও ২১০ উইকেট পাওয়া সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ সফল। ১০ ম্যাচে ৭৪৫ রান ও ৫৬ উইকেট নিয়েছেন।
তবে শুধু সাকিব নয় প্রশংসায় মাতলেন মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদেরও। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ব্র্যাথওয়েট বলেন, ‘রহিম (মুশফিকুর) খুব ভালো খেলোয়াড়। তাদের দলে মাহমুদউল্লাহও রয়েছে। অভিজ্ঞ খেলোয়াড় আছে। বাংলাদেশ তাদের মাটিতে খেলবে। ভালোমানের স্পিনার আর সামর্থ্যবান ব্যাটসম্যান আছে। কিন্তু আপনি যদি নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে সফল হবেন আপনি।’
জেসন হোল্ডারের চোটের কারণে আগের বাংলাদেশ সফরেও ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেন ব্র্যাথওয়েট। নিয়মিত অধিনায়ক না থাকলেও সেবার ছিল দলের নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই ছিলেন দলে। তারপরও দল বাংলাওয়াশ হয়েছিল।
হোল্ডারের অনুপস্থিতিতে ৫টি টেস্টে নেতৃত্ব দিয়ে সাফল্য পাননি ব্র্যাথওয়েট। এবার জিততে চান তিনি। জানালেন, ‘নেতৃত্ব দিতে নামলে অবশ্যই চাওয়া থাকে জয়। আমার ভূমিকা হবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সেটা অধিনায়ক ও ওপেনার হিসেবেও। জিততে পারলে অবশ্যই দারুণ হবে। অবশ্যই প্রথম জয়টি পেতে মুখিয়ে আছি। তবে সেখানে পৌঁছানোর ধাপ আছে। সেগুলো ধরে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস, এই দল সেটা পারবে।’
Discussion about this post