ভিসা জটিলতায় কিছুটা দেরি হলেও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগেই বাংলাদেশ শিবিরে যোগ দিলেন সাকিব আল হাসান। ব্যস, যেন প্রাণ ফিরে পেলো বাংলাদেশ শিবির। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়বে টাইগাররা। তার আগে চলে এসেছেন সাকিব।
বৃহস্পতিবার অফিসিয়াল বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এনিয়ে কথা বললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জানা গেছে, প্রথম ম্যাচে মাঠে নামার একদিন আগে দলের সঙ্গে যুক্ত হলেন অধিনায়ক সাকিব।
মেহেদী হাসান মিরাজ বলছিলেন, ‘রেজাল্ট আমাদের হাতে না, আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা প্রসেসটা ফলো করতে পারি। আমরা ইনডিভিজুয়ালিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। সাকিব ভাই আজকে আমাদের সাথে জয়েন করেছে। এটা আমাদের টিমের জন্য অনেক বড় এডভান্টেজ। লাস্ট সিরিজ আমরা খেলেছি বাট সাকিব ভাই ছিল না, এখন আমাদের পরিপূর্ণ টিম হয়েছে। আমরা সবাই একসাথে প্রাকটিস করে মাঠে নামতে পারবো।’
ত্রিদেশীয় এই ক্রিকেট সিরিজ বেশ উপকারে আসবে বলে মনে করেন মিরাজ। বলেন, ‘অবশ্যই বিশ্বকাপের আগে এরকম একটা ট্রাইনেশন সিরিজ আমাদের অনেক উজ্জীবিত করবে। যেহেতু পাকিস্তান ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে এবং এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে। আমরা নিউজিল্যান্ডের মাটিতে খেলবো, আশা করি বড় দুটি টিমের সাথে আমরা খেলবো। আমাদের কনফিডেন্ট ভালো থাকবে, যদি আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারি। যার যার জায়গা থেকে পারফর্ম করা গুরুত্বপূর্ণ। এখানে ভালো করলে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে পারবো আশা করি।’
ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ইনিংসে ওপেনিংয়ে থাকছেন মিরাজ। বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি যেহেতু ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলার জন্য। আমি উপভোগ করছি। সবাই আমাকে সাপোর্ট করছে এ জিনিসটা ভালো লাগছে। অনুশীলন যখনই করছি সবাই অনেক সাপোর্ট করছে এবং সবাই আমাকে নিয়ে অনেক কনফিডেন্ট।’
৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৯ অক্টোবন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বেন সাকিবরা। তৃতীয় ম্যাচে ১২ অক্টোবর প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজের সূচি
৭ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান
৮ অক্টোবর: নিউজিল্যান্ড-পাকিস্তান
৯ অক্টোবর: নিউজিল্যান্ড-বাংলাদেশ
১১ অক্টোবর: নিউজিল্যান্ড-পাকিস্তান
১২ অক্টোবর: নিউজিল্যান্ড-বাংলাদেশ
১৩ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান
১৪ অক্টোবর: ফাইনাল
# ক্রাইস্টচার্চে প্রতিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়
Discussion about this post