ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইঙ্গিতটা আগেই ছিল-এখানে দাপট থাকবে বোলারদের। জিততে এই উইকেটে ১৬০ রানই যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য অনেক কম রান তুলল। তারপরও জিততে বেশ বেগ পেতে হয়েছে ভারতের। ফ্লোরিডায় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বিরাট কোহলিরা জিতল ঠিকই, কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হলো তাদের।
শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত। ম্যাচে মাত্র ৯৬ রানের লক্ষ্য দিয়েছিল উইন্ডিজ। কিন্তু সেই রান করতে গিয়েই ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছিলেন কোহলিরা। শেষ অব্দি ৬ উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতে দল জয়ের বন্দরে পা রাখে।
প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার জন ক্যাম্পবেল ও এভিন লুইস বিদায় নেন কোন রান না করেই। তারপর কিছুটা লড়েন নিকোলাস পুরান। ২০ রান তুলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট নেন নবদীপ সাইনি। পরের বলে সাজঘরে ফেরান শিমরন হেটমায়ারকে।
৩৩ রানে ৫ উইকেট হারানো দলটার সম্মান বাঁচান কাইরন পোলার্ড। ৪৯ বলে চার ছক্কা ও দুই চারে ৪৯ রান করেন তিনি।
১৭ রানে মোট ৩ উইকেট নেন নবদীপ। ভুবনেশ্বর ১৯ রানে শিকার করেন ২ উইকেট।
এরপর ইনজুরি শেষে ফেরা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শিখর ধাওয়ান শুরুতেই আউট। দুটি করে ছক্কা ও চারে ২৪ রান করে ফেরেন রোহিত শর্মা। মনিশ পান্ডের সঙ্গে কোহলির ৩২ রানের জুটিতে পথ খুঁজে নেয় ভারত। তবে এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে দল পড়ে চাপে।
কিন্তু ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের চেষ্টায় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
আগামী রোববার ফ্লোরিডাতেই সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামবে উইন্ডিজ-ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ৯৫/৯ (ক্যাম্পবেল ০, লুইস ০, পুরান ২০, পোলার্ড ৪৯, হেটমায়ার ০, পাওয়েল ৪, ব্র্যাথওয়েট ৯, নারাইন ২, পল ৩, কটরেল ০*, টমাস ০*; ওয়াশিংটন ১/১৮, ভুবনেশ্বর ২/১৯, নবদীপ ৩/১৭, খলিল ১/৮, পান্ডিয়া ১/২০, জাদেজা ১/১৩)
ভারত: ১৭.২ ওভারে ৯৮/৬ (রোহিত ২৪, ধাওয়ান ১, কোহলি ১৯, পান্ত ০, মনিশ ১৯, পান্ডিয়া ১২, জাদেজা ১০*, ওয়াশিংটন ৮*; টমাস ০/২৯, কটরেল ২/২০, নারাইন ২/১৪, পল ২/২৩, ব্র্যাথওয়েট ০/১২)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নবদীপ সাইনি
Discussion about this post