ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কোচ হিসেবে দারুণ সফল ছিলেন তিনি। ইচ্ছে করলেই বাড়িয়ে নিতে পারতেন চুক্তি। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে টানা পাঁচ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ক্রেইগ ম্যাকমিলান। তার সময়েই দুইবার রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা এক সময়ের মিডল অর্ডারের অন্যতম প্রাণভোমরা অবশ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জানিয়ে দিয়েছিলেন, চুক্তি অনুযায়ী তার কোচিংয়ের সময়সীমা শেষ হলেই তিনি কোচিংয়ের দায়িত্ব থেকে সরে আসবেন। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপই ছিল নিউজিল্যান্ড দলের কোচ হিসেবে তার শেষ অ্যাসাইনমেন্ট।
এনিয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘ব্ল্যাকক্যাপসের ব্যাটিং কোচ হিসেবে আমার সময় শেষ হয়ে গিয়েছে। দীর্ঘ পাঁচ বছর আমি বিভিন্ন খেলোয়াড় ও সহকর্মীদের সঙ্গে কাজ করে খুবই গর্বিত।’
নিউজিল্যান্ডের হয়ে ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক তার। ২০০৭ সালে অবসর নেয়ার আগ পর্যন্ত দলের অপরিহার্য অংশ হিসেবেই বিবেচনা করা হতো তাকে। তার এক দশকের ক্যারিয়ারে ৫৫টি টেস্ট, ১৯৭টি ওয়ানডে ও ৮টি টি-টুয়েন্টি ম্যাচে কিউইদের হয়ে লড়েছেন।
তার জায়গায় এখনো কাউকে নিয়োগ দেয়নি ক্রিকেট নিউজিল্যান্ড।
Discussion about this post