একটুর জন্য সম্মান রক্ষা। আরেকটু হলে তো সংযুক্ত আরব আমিরাতের কাছেই হেরে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক দলটি অভিজ্ঞতা আর যোগ্যতায় পিছিয়ে থাকলেও বেশ ভয় পাইয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে।
দুবাইয়ে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে আমিরাত বেশ ধাক্কা দিয়েছে টাইগারদের। সেই ধাক্কা সামলে ৭ রানের জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেছে নুরুল হাসান সোহানের বাংলাদেশ।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ টস করতে ব্যাট করতে নেমে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানেসর দৃঢ়তায় দল তুলে ১৫৮ রান। সেই পুঁজি নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ে টাইগাররা। নিজের ৫০তম টি-টুয়েন্টি ম্যাচটা মনে রাখার মতো হয়েছে আফিফ হোসেনের। ৫৫ বলে অপরাজিত ৭৭ রানের দেখার মতো এক ইনিংস। যা কীনা তার ক্যারিয়ার সেরাও। সোহানের সঙ্গে তার জুটিতে আসে ৮১ রান। ষষ্ঠ উইকেটে এটি বাংলাদেশের রেকর্ড।
এরপর ১০২ রানে ৭ উইকেট খুঁইয়ে ম্যাচ শেষ করলেও আরব আমিরাত লড়াই জমিয়ে রেখেছে। দারুণ লড়লেও ভাগ্য। শেষ অব্দি আমিরাতকে ১৫১ রানে থামে স্বাগতিকরা।
মঙ্গলবার সিরিজের শেষ টি-টুয়েন্টিতে আমিরাতের সঙ্গে লড়বে বাংলাদেশ। ম্যাচ শুরু রাত ৮টায় দুবাই স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৮/৫ (মিরাজ ১২, সাব্বির ০, লিটন ১৩, আফিফ ৭৭*, ইয়াসির ৪, মোসাদ্দেক ৩, সোহান ৩৫*; জুনাইদ ৪-০-৩৩-০, সাবির ৩-০-১৬-১, আয়ান ৩-০-১৬-১, জাওয়ার ৪-০-৩৮-১, কার্তিক ৪-০-৩৩-২, বাসিল ২-০-১৬-০)
সংযুক্ত আরব আমিরাত: ১৯.৪ ওভারে ১৫১/১০ (ওয়াসিম ১৫, চিরাগ ৩৯, আরিয়ান ১৯, অরবিন্দ ১৬, রিজওয়ান ৫, বাসিল ২, আয়ান ২৫, জাওয়ার ২, কার্তিক ১২, জুনাইদ ১১, সাবির ০*; সাইফ ৪-০-৪০-০, মুস্তাফিজ ৪-০-৩১-২, নাসুম ৪-০-৩১-০, শরিফুল ৩.৪-০-২১-৩, মিরাজ ৩-০-১৭-৩, মোসাদ্দেক ১-০-৯-০)
ফল: বাংলাদেশ ৭ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: আফিফ হোসেন ধ্রুব
Discussion about this post