শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা হল শনিবার। দলে ফিরেছেন শফিউল ইসলাম এবং নাঈম ইসলাম। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কার পেলেন দু’জন। আঙুলের চোট কাটিয়ে দলে ফিরে অধিনায়ক যথারীতি মুশফিক, তামিম ইকবাল সহ-অধিনায়ক হিসেবে থাকছেন দলে। যদিও দিন কয়েক আগেই সহ-অধিনায়কের পদ থেকে সরে দাড়িয়েছেন তামিম। তারপরও তাকেই সেই দ্বায়িত্বে রেখে প্রেস রিলিজ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে একমাত্র নতুন মুখ বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তার টি-টুয়েন্টি অভিষেক হয়েছে এ সিরিজেই শ্রীলঙ্কার বিপক্ষেই।
১৭ ফেব্রুয়ারি ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। পরের দুই ওয়ানডে ২০ ও ২২ ফেব্রুয়ারি।
বাংলাদেশ দল
মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজি, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আল-আমিন, নাঈম ইসলাম এবং শফিউল ইসলাম।
Discussion about this post