ব্যাট হাতে ফের চেনা ছন্দে ফিরেছেন তিনি। চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই দারুণ খেলেছেন লিটন কুমার দাস। প্রথমে সেঞ্চুরি এরপর দ্বিতীয় ইনিংসে ফিফটি। তার পথ ধরেই উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের এই কিপার-ব্যাটসম্যানের। বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
২৪ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে এখন লিটন। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ইনিংসে ফিফটি করা মুশফিকুর রহিম ৩ ধাপ এগিয়ে আছেন সেরা বিশে (১৯ নম্বরে)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে চাপের মুখে হাল ধরেন লিটন। পঞ্চম উইকেটে মুশফিককে নিয়ে গড়েন ২০৬ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। থামেন ১১৪ রানে।
সেই টেস্টের প্রথম ইনিংসে মুশফিক করেন ৯১ রান। মাত্র ৯ রানের জন্য পাননি শতক। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৬ রান। ৫৯ রানের ইনিংস খেলেন ফর্মে ফেরা লিটন।
একই টেস্টে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নেন ৭ উইকেট নেন ১১৬ রানে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে যা বাংলাদেশের সেরা বোলিং সাফল্য। তিনি টেস্ট বোলারের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৩ ধাপ। রয়েছেন ২৩ নম্বরে। দুই ইনিংসে ৬ ও ০ রান মুমিনুল হক র্যাঙ্কিংয়ে ৫ ধাপ নিচে নেমে রয়েছেন ৩৫ নম্বরে।
পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি চট্টগ্রামে ৭ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে শীর্ষ ৫ নম্বরে আছেন। ক্যারিয়ার সেরা ১১ নম্বর অবস্থানে আরেক পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি। প্রথম ইনিংসে ১৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ৯১ রান করা ওপেনার আবিদ আলি রয়েছেন ২০ নম্বরে।
Discussion about this post