ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের মাঠে সব সময়ই ভয়ঙ্কর এক দল ভারত। এবারও তার ব্যতিক্রম থাকছে না। দক্ষিণ আফ্রিকাকে বেশ চাপেই রেখেছেন বিরাট কোহলিরা। বিশাখাপত্মম টেস্টে রোহিত শর্মা ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির করার সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেন নি। তবে সঙ্গী মায়াঙ্ক আগারওয়াল ঠিকই বাজিমাত করলেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল বানিয়ে ফেললেন। দুই ওপেনারের রেকর্ড গড়া জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপট ভারতের।
বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে প্রোটিয়াদের ১ম ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৩৯। ২৭ রানে ব্যাট ডিন এলগার ও টেম্বা বাভুমা আছেন ২ রানে। এর আগে ৭ উইকেটে ৫০২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ফলোঅন এড়াতে এখনও ২৬৪ রান চাই অতিথিদের।
এই টেস্টে রোহিত-আগারওয়াল গড়লেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে ভারতের টেস্ট ইতিহাসের রেকর্ড জুটি। দু’জন করেন ৩১৭ রান। ২০০৮ সালে চেন্নাই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২৬৮ রানের জুটি গড়েন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ শেবাগ। এটিই ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আগের সেরা জুটি।
রোহিত ও মায়াঙ্কের ৩১৭ ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সেরা উদ্বোধনী জুটি। এই জুটির সামনে আছে ১৯৫৬ সালে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভিনু মানকড় ও পঙ্কজ রায় জুটির ৪১৩ রান। ২০০৬ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে শেবাগ ও দ্রাবিড় জুটি তুলেন ৪১০ রান।
রোহিত থামেন ১৭৬ রানে। ২৪৪ বলে ইনিংসে হাঁকান ২৩ চার ও ৬ ছক্কা। ডাবল সেঞ্চুরি তুলে নেন আগারওয়াল। ৬ ছক্কা ও ২৩ চারে ৩৭১ বলে ২১৫ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ১৩৬ ওভারে ৫০২/৭ ইনিংস ঘোষণা (আগারওয়াল ২১৫, রোহিত ১৭৬, পুজারা ৬, কোহলি ২০, রাহানে ১৫, জাদেজা ৩০*, বিহারী ১০, সাহা ২১, অশ্বিন ১*; ফিল্যান্ডার ২২-৪-৬৮-১, রাবাদা ২৪-৭-৬৬-০, মহারাজ ৫৫-৬-১৮৯-৩, পিট ১৯-১-১০৭-১, মুথুসামি ১৫-১-৬৩-১, এলগার ১-০-৪-১)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২০ ওভারে ৩৯/৩ (এলগার ২৭*, মারক্রাম ৫, ডি ব্রুইন ৪, পিট ০, বাভুমা ২*; ইশান্ত ২-০-৮-০, শামি ২-২-০-০, অশ্বিন ৮-৪-৯-২, জাদেজা ৮-১-২১-১)।
Discussion about this post