অভিযোগ থেকে তারা রেহাই পেয়েছেন। বিশেষ ট্রাইব্যুনাল তাদের নির্দোষ বলে ঘোষণাও দিয়েছিল। কিন্তু তারপরও ‘মুক্তি’ পাননি মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিন। ক্রিকেটে তাদের ফেরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি বিসিবি। অবশেষে কাল বোধোদয় হল ক্রিকেট বোর্ডের। ‘মুক্তির’ খবর পেলেন কাল। বিসিবি জানিয়ে দিয়েছে-ঘরোয়া ক্রিকেটে খেলায় এই দুই ক্রিকেটার অংশ নিতে পারবেন। তাদের ওপর আর কোন নিষেধাজ্ঞা নেই।
জাতীয় দলের সাবেক এই দুই ক্রিকেটার বিপিএলের ম্যাচ ও স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। ২১ এপ্রিল গুলশান ক্লাবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের এক সংবাদ সম্মেলনে এই দুই ক্রিকেটার তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য বিসিবির কাছে আবেদন জানিয়েছিলেন। কাল দুপুরে বিসিবি তাদের আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে। বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়ে দিয়েছেন, ‘মোশাররফ রুবেল ও মাহবুব আলম রবিন নিষেধাজ্ঞামুক্ত। এখন তারা ঘরের ক্রিকেটে খেলতে পারবেন।’
নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যারপরনাই খুশি মোশাররফ রুবেল- ‘খুব ভালো লাগছে। এতদিন খাঁচাবন্দি হয়ে ছিলাম যেন। আজ আকাশে উড়তে পারবো।’
বিপিএলের দ্বিতীয় আসরে স্পট ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ঘরোয়া ক্রিকেট থেকে সাসপেন্ড ছিলেন তিনি ও পেসার মাহবুব আলম। প্রায় এক বছর তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছিল। সেই নিষেধাজ্ঞা উঠে গেল। এখন থেকে আবার ঘরের ক্রিকেটে খেলতে পারবেন।
Discussion about this post