এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এলো ৪৩ বলে ৯৫। সেই ঝড় থাকল দ্বিতীয় ম্যাচেও, ৪৫ বলে ৮৯ রান। মঙ্গলবার ফের টর্নেডো! কিংস ইলিভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল যেন অপ্রতিরোধ্য। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে করলেন ৪৩ বলে ৯৫ রান। আর তাতেই পাঞ্জাব পেয়ে গেল টানা তৃতীয় জয়। তারা ৭২ রানে অনায়াসেই হারাল হায়দ্রাবাদকে।
মঙ্গলবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পাঞ্জাব। ৬ উইকেট হারিয়ে তারা তুলে ১৯৩ রান। চেতেশ্বর পুজারা করেন ৩২ বলে ৩৫। ম্যাক্সওয়েলের সামনে ফের অসহায় বোলাররা। ৯৫ রান করার পথে তিনি হাকান ৯ ছক্কা ও ৫ চার।
১৯ রানে ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ১২১ রানে অলআউট হায়দ্রাবাদ।
১৩ রানে ৪ উইকেট নেন লক্ষীপতি বালাজি। তবে ম্যাচসেরা ম্যাক্সওয়েলই।
দুই খেলায় এটি হায়দরাবাদের টানা দ্বিতীয় হার।
http://youtu.be/SHHMZtzugxE
Discussion about this post